Header Ads

তিন সপ্তাহ সময় দেওয়া হলো ইভ্যালিকে



 ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে ছয় মাস সময় চেয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু আজ বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইভ্যালিকে তিন সপ্তাহ সময় দেওয়া হবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান।
এই সময়ের বিভাজন করা হয়েছে আবার তিনভাবে। ক্রেতাদের কাছে ইভ্যালির দায় কত, তা জানাতে হবে সাত দিনের মধ্যে; মার্চেন্টদের কাছে দায় কত, তা জানাতে হবে তিন সপ্তাহের মধ্যে আর সম্পদ কত আছে, তা জানাতে হবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে।

সাংবাদিকদের জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ আছে ৬ হাজার ৭৪৭টি। এর মধ্যে ৪ হাজার ১৪৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তির অপেক্ষায় আছে ২ হাজার ৬১২টি অভিযোগ।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ইভ্যালিকে যে সময় দেওয়া হয়েছে, জবাব দিতে তার চেয়ে বেশি সময় লাগার কথা নয়।

No comments

Powered by Blogger.