Header Ads

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ, স্মারকলিপি জমা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ, স্মারকলিপি জমা



সম্প্রতি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলে ফেল করেছেন পরীক্ষার্থীরা। তাঁরা সঠিকভাবে খাতা মূল্যায়ন, পুনর্নিরীক্ষার দাবিতে আজ বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ ও উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, গত ২০ জুলাই ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য। সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়নি, তাই এত শিক্ষার্থী ফেল করেছেন। এ পরীক্ষায় ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণি পেলেও তুলনামূলক সহজ বিষয়ে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, যথাযথভাবে খাতা মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। খাতা পুনর্মূল্যায়নের বিধান নেই। তবে খাতা পুনর্নিরীক্ষার সুযোগ আছে। এ ছাড়া ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.